ভারতে ‘বিপর্যয়’ এ প্রাণ গেলো ২ জনের, নিখোঁজ আরও ২
প্রকাশিত : ১২:৩০, ১৩ জুন ২০২৩
ভারতীয় উপকূলের দিকে আরও কিছুটা এগিয়ে গেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। গুজরাট উপকূলে আছড়ে পড়তে চলেছে এই শক্তিশালী ঝড়টি। ল্যান্ডফলের সময় কিছুটা শক্তি কমবে এই ঝড়ের। তবে বর্তমানে সমুদ্রে তাণ্ডব চালাচ্ছে এই ঝড়। আর এর জেরে ল্যান্ডফলের আগেই বিপর্যয়ের বলি হল দুই যুবক। নিখোঁজ আরও দুই।
জানা গিয়েছে, চার যুবক গতকাল সোমবার মুম্বাইয়ের জুহু কোলিওয়াড়ায় উত্তাল সমুদ্রের পাড়ে বসেছিল। এরপর সেখান থেকে আরব সাগরে তলিয়ে যায় তারা। তাদের মধ্যে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে এখনও দুই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি। জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম ধর্মেশ ভুজিয়া এবং শুভম যোগেশ ভোগানিয়া। দু'জনেরই বয়স ১৬ বছর।
জানা গিয়েছে, মোট আটজন যুবক সমুদ্রের পাড়ে এক জেটিতে বসেছিল। সেখান থেকে পাঁচজন সাগরে পড়ে যায়। সেই সময় কাছেই একটি মাছ ধরার নৌকা ছিল। একজনকে উদ্ধার করে সেই নৌকাটি। বাকি চারজন নিখোঁজ ছিল। অপরদিকে জেটির ওপরে থাকা বাকি তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়। পরে দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে রাতে খারাপ আবহাওয়ার জেরে তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসবি/
আরও পড়ুন